ঝিনাইগাতীতে স্কুলছাত্রী ধর্ষণের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে ধর্ষিতার পিতা
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে. শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্কুলছাত্রী কন্যা ধর্ষণের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে আব্দুল রাজ্জাক নামে হতভাগ্য এক দিনমজুর পিতা। আব্দুর রাজ্জাক উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের বাসিন্দা। তার কন্যা রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী (১২)। গত ১জুন শনিবার বিকেলে বাড়ির পার্শ্বে শহিজ উদ্দিনের দোকান থেকে ডাল কিনে বাড়ি ফিরছিল। এ সময় নওকুচি বিজিবি ক্যাম্পের পূর্ব পার্শ্বে ডেফলাই গ্রামের কোরবান আলী, ফরহাদ মিয়া ও জুয়েল নামে ৩ বখাটে ওই স্কুলছাত্রীর পথরোধ করে ব্রীজের নিচে নিয়ে ফরহাদ ও জুয়েল মিয়ার সহযোগীতায় কোরবান আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। আব্দুর রাজ্জাকের অভিযোগ পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি ডায়েরীভূক্ত হয়নি। এবং গ্রেফতার হয়নি ধর্ষক ও তার সহযোগীরা। অপরদিকে, ধর্ষক ও তার সহযোগীরা ধর্ষিতার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। এতে ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতার পাশাপাশি বিচার না পাবার আসংকায়! বর্তমানে ধর্ষিতার পিতা আব্দুর রাজ্জাক বিচারের দাবীতে স্থানীয় প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আসামী গ্রেফতারের প্রচেষ্টা চলছে। গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।