ঢাকাসহ ছয় জেলার ডিসি বদল
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশে ঢাকাসহ ছয় জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। কুমিল্লা থেকে বদলি হয়ে ঢাকার নতুন ডিসি হয়েছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া, অপরদিকে ঢাকার ডিসি শেখ ইউসুফ হারুনকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেয়া হয়েছে। ফরিদপুরের ডিসি আবু হেনা মোরশেদ জামানকে নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জের ডিসি সরদার সরাফত আলীকে ফরিদপুর, রাজবাড়ীর ডিসি মো. হাসানুজ্জামানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খানকে রাজবাড়ী ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। নরসিংদীর ডিসি মো. ওবায়দুল আজমকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি নিয়োগ পেয়ে থাকেন। ঢাকা ও নরসিংদীর ডিসি পদোন্নতি পেয়ে অনেক দিন আগেই যুগ্মসচিব হয়েছেন।