পরে নির্বাচন কমিশনার আবু হাফিজ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র যাতে নকল করা না যায়, এজন্য অত্যাধুনিক স্মার্ট কার্ড তৈরী করা হবে। এ সংক্রান্ত আইন ইতিমধ্যে পাশ হয়েছে। এখন চলছে বিধি তৈরীর কাজ। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রমে ছিটমহলবাসীদের অর্ন্তভুক্ত করা সম্ভব নয়। কারণ এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত অনেক কাজ রয়েছে। ভারতের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার বিষয় রয়েছে। সরকার যত দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবে, মানুষের প্রত্যাশা তত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। পরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
আবার নির্বাচন করতে হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে’
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, নির্বাচন হয় সংবিধান ও আইন অনুসারে। কাজেই আবার জাতীয় সংসদ নির্বাচন করতে হলে সরকারকে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে। আজ সকালে কুড়িগ্রাম জেলা সার্ভার স্টেশন উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্বাচন কমিশনের কুড়িগ্রাম জেলা সার্ভার স্টেশনের ৩ তলা ভবণ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হয়। এই ভবণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।