মাথাপিছু ঋণ ১২৭০০ টাকা

Mohit_par_668431197দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১২ হাজার ৭০০ টাকা। বিগত ২০১২-১৩ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের (পাবলিক সেক্টর) স্থিতির পরিমাণ ২৪ হাজার ৯০৭ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১ লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা।

জনগণের মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬২ দশমিক ২০ মার্কিন ডলার বা ১২ হাজার ৭০০ টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ ২৭৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২ হাজার ১৪৭ দশমিক ৬০ কোটি টাকা পরিশোধ করেছে। এ পরিমাণ রফতানি আয়ের শতকরা মাত্র ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ।

উল্লেখ্য, এ সময়ে ঋণের আসল বাবদ ৩ হাজার ৫১৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ২৭ হাজার ৫৪৪ দশমিক ৭০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend