শেরপুর সদর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি : গতকাল ১২ জুন দুপুরে শেরপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হলো শেরপুর জেলাপুলিশের ‘ওপেন হাউজ ডে’। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই উন্মুক্ত আলোচনাসভায় অংশগ্রহণ করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এইসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মেহেদুলকরিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবিররুমান, চেম্বার অব কমার্সের সহসভাপতি প্রকাশ দত্ত, বাস কোচ মালিক সমিতিরসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং এরসভাপতি লুৎফর রহমান মোহন, জেলা আইনজিবি সমিতির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতিএডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, প্যানেলমেয়র কাজী মতিউর রহমান প্রমুখ। উন্মুক্ত আলোচনায় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণাকরেন। এছাড়া জুয়া, চুরি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশেরঅঙ্গীকার ব্যক্ত করেন।