সিরাজগঞ্জের সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধ : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মশিপুর সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়। বৃহস্পতিবার বিকালে শাহজাদপুরগামী একটি সিএনজি কে উল্লাপাড়াগামী একটি ট্রাক সরাসরি আঘাত করলে সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়। সিরাজগঞ্জ গোলচত্বর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোঃ আশরাফ হোসেন তিনজনের পরিচয় নিশ্চিত করে বলেন, হাসপাতালে মৃত ব্যাক্তির বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত তারা কিছু জানতে পারেন নি। নিহত ব্যাক্তিরা হলেন, বেড়ার বাবু হোসেন, উল্লাপাড়ার শামসুল এবং শাহজাদপুরের সেলিম আক্তার।