রাজধানীর কালশী রণক্ষেত্র, নিহত নয়
পবিত্র শবে বরাতের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিহারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মিরপুরের কালশী এলাকা।
আগুনে পুড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এর মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
শুক্রবার ভোররাতের দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত তিন জন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- পুলিশের সোর্স আসলাম (৪৫), স্থানীয় পানের দোকানদার বদরুদ্দিন (৪৫) ও স্কুল ছাত্র আরজু। এদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।