কোথাও ফাঁক আছে: খুশি কবির
পাঁচ বছরে তথ্য কমিশন সাফল্যের দাবি করলেও জনগণের প্রত্যাশিত সাড়া পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির।
কমিশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক আলোচনায় তিনি বলেন, “কোনো এক জায়গায় যেন ফাঁক আছে।
“জনগণের স্বার্থে জবাবদিহিতার একটি প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে এ আইনের মাধ্যমে। তথ্য কমিশন যথেষ্ট উদার।
“কিন্তু জনগণের মধ্যে এক ধরনের অনীহা… কেন জানি মনে হচ্ছে, জনগণ মনে করছে এটা ঝামেলা, করে লাভ নেই। একটা পজিটিভ আইন থাকার পর তথ্য চাওয়ার জোয়ার বয়ে যাওয়ার কথা।”
তথ্য পাওয়ার প্রক্রিয়ার কথা তুলে ধরেন খুশি কবির বলেন, আমলাতান্ত্রিক কিছু সমস্যা থাকতে পারে।