শেরপুর ইউ.এন.ও অফিসে তৃতীয় শ্রেনীর কর্মকচারীদের ৩ ঘন্টা কর্মবিরতি

kormobiroti-300x160মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতিপ্রদান না করে একটির পর একটি কুয়েরী দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণী কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করণ সংক্রন্ত দাবি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ ৬ মাস যাবত সময়ক্ষেপণ করায় কর্মচারীদের মাঝে গভীর হতাশ, ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় এর প্রেক্ষিতে দাবি বাস্তবায়ন ও আন্দোলন পরিচালনা কেন্দ্রীয় কমিটি বাধ্য হয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসাবে শেরপুর জেলায় দাবি বাস্তবায়ন ও আন্দোলন পরিচালনা কমিটির সাথে একাতœা ঘোষনা করে শেরপুর ইউ.এন.ও অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা গত ১০ জুন থেকে ১২জুন পর্যন্ত প্রতিদিন উপজেলা চত্বুরে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করে। কর্মবিরতি ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন ইউ.এন.ও অফিসের অফিস সুপার মোঃ আমিনুল ইসলাম, অফিস সহকারী মজিবর রহমান, অফিস সহকারী আব্দুল মন্নাফ, অফিস সহকারী হাবিবুর রহমান, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী মোঃ আবুল কালাম আজাদ, অফিস সহকারী মীর আমজাদ হোসেন, অফিস সহকারী সাইদুল হক, অফিস সহকারী রুপালী আক্তার ও লাফিয়া কাওছার প্রমুখ। আজ রবিবার ১৫ই জুন পূর্নদিবস কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend