গ্রিসের বিপক্ষে শুরুতেই গোলের দেখা পেল কলম্বিয়া

2371135_FULL-LNDবিশ্বকাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি গ্রিস ও কলম্বিয়া। খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মাথায় কলম্বিয়ার পাবলো আরমেরোর শটে গোলের দেখা পেয়েছে।

খেলা বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হয়। এর পাঁচ মিনিটের মাথায় গ্রিসের জালে বল পাঠিয়েছে কলম্বিয়া।

১৯৯৪ ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নেয় গ্রিস। তবে দুবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তারা। দলটির কোচ পর্তুগিজ ফার্নান্দো সন্তোস। মাত্র ২১ বছর বয়সে খেলোয়াড়ি জীবন শেষ করে যিনি কোচিংয়ে ক্যারিয়ার গড়েন।

তবে আকর্ষণের কেন্দ্রে থাকবেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, হুয়ান গুইলার্মো কুয়াদ্রাদো, কার্লোস স্যানচেজ। অন্যদিকে গ্রীসের সামারাস, সক্রেটিস।

কলম্বিয়া একাদশ
গোলরক্ষক: ডেভিড ওসপিনা (১), মারিও আলবার্তো ইয়েপেস (৩), ক্রিস্টিয়ান জাপাটা (২), পাবলো আরমেরো (৭), কার্লোস স্যানচেজ (৬), আবেল আগুইলার (৮), জেমস রদ্রিগেজ (১০), টিওফিলো গুটিয়েরেজ (৯), হুয়ান গুইলার্মো কুয়াদ্রাদো (১১), ভিক্টর ইব্রাবো (১৪) হুয়ান জুনিগা (১৮)।

কোচ: হোসে পেকারম্যান (আর্জেন্টিনা)।

গ্রিস একাদশ
গোলরক্ষক: ওরেসটিস কার্নেজিস (১), কস্তাস মানোলাস (৪), জোয়ানিস ম্যানিয়াটিস (২), গিওর্গস সামারাস (৭), প্যানাগিওটিস কোন (৮), ভ্যাসিলিস টোরোসিডিস (১৫), দিমিত্রিস সালপিঙ্গডিস (১৪), সক্রেটিস পাপাসটাথোপুলোস (১৯), ফানিস গেকাস (১৭), জোসে হোলেবাস (২০), কস্তাস কাতসুরানিস (২১)।

কোচ: ফার্নান্ডো সান্তোস (পর্তুগাল)।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend