১৬ কেজি সোনা উদ্ধার

stock-footage-slow-flight-over-gold-bars-seamless-looping-beautiful-d-animation-with-depth-of-fieldচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৮টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরে পড়ে থাকা দুটি কার্টন থেকে এসব সোনার বার পাওয়া যায় বলে কাস্টমসের সহকারী কমিশনার কাজী রেজাউল হাসান জানান। তিনি বলেন, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট সন্ধ্যায় দুবাই থেকে সরাসরি চট্টগ্রামে আসে। যাত্রীরা চলে যাওয়ার সময় বিমানবন্দরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি কার্টন পাওয়া যায়। “সেগুলোতে দুটি ব্যাটারির খোলসের মধ্যে মোট ১৩৮টি সোনার বার ছিল, যার ওজন ১৬ কেজি।”

এসব সোনার বারের বাজারমূল্য প্রায় ছয় কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend