তারেক জিয়া একটা বেয়াদব -রেলমন্ত্রী
বিএনপি সরকারের আমলে রেলের কোন উন্নয়ন হয় নি। সে সময় রেল ছিল অত্যন্ত অবহেলিত। তারা রেলের ইঞ্জিন, বগি আনে নি। নতুন রেল লাইন নির্মাণ করে নি, পুরাতন রেল লাইনগুলো সংস্কার করে নি। রেলস্টেশনের আধুনিকায়ন না করে রেলকে ধ্বংস করেছে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনের নব নির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাত-শিবির স্বাধীনতাবিরোধী হরতাল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছ। আর এসবের মদদ দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তাদের মদদে রেলে অগ্নিসংযোগ করে রেলের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে। মন্ত্রী মুজিবুল হক তারেক জিয়া সম্পর্কে বলেন, সে বিদেশে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে। জাতি তাকে ত্যাজ্য করা উচিত। সে একটা বেয়াদব।সকাল ১১টায় ভাতশালা স্টেশন চত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল কালাম আজাদ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী, রেলপথ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম হুমায়ুন কবির প্রমুখ। সাড়ে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ভাতশালা রেলস্টেশনটি নির্মাণ করা হয়। প্রসঙ্গত, ২০১৩ সনের ২২ মার্চ ভয়াবহ টর্নোডের আঘাতে ভাতশালা স্টেশনটি বিধ্বস্ত হয়। প্রায় একবছর পর স্টেশনটির নতুন ভবন উদ্বোধন করা হলো।