এমপির স্ত্রীর কাণ্ড

অন্য অনেক তারকার মতো ৩১ বছর বয়সী ক্যারেন গত এক সপ্তাহ ধরে যেভাবে টুইটারে বিতর্কিত এই ছবিটি পোস্ট করে যাচ্ছেন, তাতে যুক্তরাজ্যের ট্যাবলয়েডগুলো নতুন রসালো লেখার রশদ পাচ্ছে। তাই ক্যারেনের খোলামেলা পোশাক কিংবা বিকিনি পরে দেয়া ছবিগুলো নিয়ে বেশ আলোচনার ঝঁড় তুলেছে।
এ সমপর্কে ক্যারেনের স্বীকারোক্তি – হ্যাঁ। আমি ছবি তুলি, কারণ এতে নিজেকে অনেকটা অপ্সরির মতো মনে হয়। কিন্তু এগুলোকে ঠিক আবেদনময়ী বলা যাবে না। আমি মনোযোগ কাড়ার উদ্দেশ্যে এগুলো করিনি। তাছাড়া আমি পার্টি বা ক্লাব পছন্দ করি না। আমি একটা মেয়েলি মেয়ে নই, এমনকি খুব কমই মেকআপ নিই। আমি অবশ্যই টমবয় স্বভাবের মেয়ে।
তবে তিনি নগ্নতাকে উস্কে দিচ্ছেন, এমন অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার সব ছবির পোশাকই ছোট নয়। আমি স্বল্পাকারের পোশাক পরি না। আমি এর চেয়ে বেশি ছোট পোশাক সুপারমার্কেটগুলোতে দেখি।