জনগণের কাছে গেলে সব ক্লান্তি ভুলে যাই
জনগণের কাছে গেলে সব ক্লান্তি ভুলে যাওয়ার কথা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি যখন মানুষের কাছে যাই যত ক্লান্তই থাকি না কেন সব ক্রান্তি ভুলে যাই। আমি তো জনগণের জন্যই রাজনীতি করি। তাদের পাশে থেকেই এখানে এ পর্যন্ত এসেছি। আমি যেন জনবিচ্ছিন্ন হয়ে না যাই। জনবিচ্ছিন্ন হলে আমার রাজনীতি করার কোনো মানে থাকবে না। রোববার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী এসএসএফের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি যখন জনগণের কাছে যাই তখন নিরাপত্তার বিষয়টির সঙ্গে খেয়াল রাখবেন জনগণের যাতে কষ্ট না হয় আর আমিও যেন জনবিচ্ছিন্ন হয়ে না যাই।
প্রধানমন্ত্রী বলেন, এ জনগণই আমার আত্মীয়। বাবা-মা সব হারিয়ে আমি বিদেশে ছিলাম। যখন আমি দেশে ফিরে আসি তখন এ দেশের মানুষই আমাকে বুকে টেনে নিয়েছিলো।