শ্রীবরদীতে অটোরিক্সা স্ট্যান্ডে পাল্টাপাল্টি হামলা পৌর কমিশনার সহ আহত ৫

Sreebardi news 16-06-2014রোম্মান আরা পারভীন রুমীঃ শ্রীবরদী উত্তর বাজারে অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি ও যাত্রী উঠানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলায় পৌর কমিশনার সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলো শ্রীবরদী পৌরসভার কমিশনার শাহ আলম (৪০), তার ভাই শাহ আলী (৪৫), লাভলু (২৫), খোকন (২৮) ও আঃ ছামাদ (৪৫)।

গুরুত্বর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, শ্রীবরদী উত্তর বাজারের অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদা ও যাত্রী উঠানোকে কেন্দ্র করে শাহ আলম কমিশনারের ছোট ভাই সুজনের সাথে ওই স্ট্যান্ডের চাঁদা উত্তোলনকারী উত্তর জালকাটা গ্রামের মেছের আলীর ছেলে ম্যাজিষ্ট্রেটের সাথে বাক বিতন্ডা হয়। এ নিয়ে সোমবার রাত ৯টার দিকে আঃ ছামাদ, ম্যাজিষ্ট্রেট ও খোকনসহ ১০/১২ জন লাঠি সোটা নিয়ে উত্তর বাজারে শাহ আলম কমিশনারের উপর আক্রমন করে। এ সময় শাহ আলম, শাহ আলী, লাভলু ও ম্যাজিষ্ট্রেটের পক্ষের খোকন আহত হয়।পরে আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত ডাক্তার।এ ঘটনার সূত্রধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে টিএনটি অফিসের সামনে আঃ ছামাদের উপর সন্ত্রাসী হামলা করে তাকে গুরুত্বর আহত করেছে অজ্ঞাতরা। এ সময় সে শেরপুর থেকে মোটর সাইকেলে করে আসছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend