সারাদেশে ইন্টারনেট বিভ্রাট

internet_sm_166129720_0কালিয়াকৈর-করটিয়ার মাঝামাঝি জায়গায় কয়েকটি আইএসপি সার্ভিস প্রোভাইডারের ল্যান্ড লাইন কেটে যাওয়ায় মঙ্গলবার বিকেল থেকে সারাদেশেই ইন্টারনেট বিভ্রাট চলছে। এই কোম্পানি গুলোর কাছ থেকে ব্যান্ডউইথ কেনা অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানা যায়। এতে গ্রাহকরা পড়েছেন বিপাকে। বিকেল ৪টার দিকে হঠাৎ করেই সারা দেশের প্রায় ৭৫ ভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি ২৫ ভাগেরও স্পিড ছিলো তিন ভাগের একভাগ।

আরেক সূত্রে জানা যায়, সবগুলো অপারেটরের ইন্টারনেটেই সমস্যা দেখা দিয়েছে। কেউ কম, আবার কেউ বেশি সমস্যার মুখে পড়ছেন।

এদিকে রাজধানীর মতিঝিল ও রমনা এলাকার বিটিসিএলের সংযোগও সমস্যা করছিলো বলে জানিয়েছেন ওই এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, আইএসপি প্রোভাইডারা চাইলে তাদের কাছ থেকে ইন্টারনেটের যেকোন পরিমাণ ব্যান্ডউইথ ক্রয় করতে পারবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend