বগুড়ায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

bogra_map_218803472_0ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো’র বগুড়া ডিপো অফিস পরিচালনাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মাসুদ। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া পৌরসভা কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়। বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক (সেনেটারী ইন্সপেক্টর) মো. শাহ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর একটার দিকে শহরের ঠনঠনিয়ায় অবস্থিত টেকনো ড্রাগ লিমিটেডের বগুড়া ডিপো অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। পরে ড্রাগ লাইসেন্স ব্যতীত ডিপো পরিচালনা ও যথাযথ ভাবে ওষুধ সংরক্ষণ না করাসহ ফ্রিজে মাস, মাংস, ডিম, দুধ ইত্যাদি রাখার দায়ে ভ্রাম্যমান আদালত ওষুধ প্রশাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বগুড়ার ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ ও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক সেনেটারী ইন্সপেক্টর মো. শাহ আলীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend