ভারতে ধর্ষণের পর পুত্রবধূকে হত্যা

নারীটি (২২) তার এক বছর বয়স্ক মেয়েকে নিয়ে ঘরে অবস্থান করার সময় তার শ্বশুর জগেশ্বর লোদি এই কাজ করেন। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও আজ তিনি আত্মসমর্পণ করেন।
তিন মাস আগে নারীটির স্বামী কীটনাশক পান করে আত্মহত্যা করেছিল। তখন থেকেই নারীটি তার শ্বশুরের কাছে থাকছিল।
সূত্র : পিটিআই।