ঘুমানোর অভিযোগে সংসদের অধিবেশন কক্ষে সাহারার আসন পরিবর্তন
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আসন পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তিত আসন হয়েছে দ্বিতীয় সারিতে। প্রথম সারিতে তাঁর আগের আসনটি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে।
সংশ্লিষ্টরা জানান, সংসদের ট্রেজারি বেঞ্চের সামনের সারিতে বসে নিয়মিত ঘুমানোর অভিযোগ ছিল সাহারা খাতুনের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচনাও হয়েছে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। আর তাঁর নির্দেশেই সংসদে সামনের সারির আসন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পেছনে। এর আগে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে জ্যেষ্ঠ্তার ভিত্তিতেই তাঁকে সংসদের প্রথম সারির আসন দেওয়া হয়েছিল। আসন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।