ঝিনাইগাতীতে ২ ভূমিহীনের বসতঘর গুড়িয়ে দিয়েছে বন্যহাতি

Hati-290x178মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে. শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামের ২ভূমিহীন পরিবারের বসতঘর গুড়িয়ে দিয়েছে বন্যহাতি। এরা হল ওই গ্রামের আব্দুস সালাম ও আব্দুল হালিম। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও গ্রামবাসীরা জানায়, মঙ্গলবার রাতে অর্ধশত বন্যহাতির একটি দল গভীর অরন্য থেকে নেমে এসে ওই গ্রামে তান্ডবলীলা চালায়। বন্যহাতির দল গাছের কাঁঠাল, কলার বাগানসহ বিভিন্ন ফসল খেয়ে ও দুমড়ে মুচড়ে একাকার করে ফেলে। রাতভর চলে এ গ্রামে বন্যহাতির তান্ডব। হাতির দল তান্ডব চালিয়ে ওই গ্রামের ভূমিহীন পরিবারের সদস্য আব্দুস সালাম ও আব্দুল হালিমের বসতবাড়ীর ৫টি মাটির ঘর গুড়িয়ে দেয়। গোলার ধান খেয়ে সাবার করে ফেলে। ওই দুই ভূমিহীন পরিবারের সদস্যদের সহায়-সম্বল বলতে বাড়ী ছাড়া আর কিছুই নেই। বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুই ভূমিহীন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend