শেরপুর পৌরসভার প্রায় ৬৭ কোটি টাকার বাজেট ঘোষনা
শেরপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ১৮ জুন বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে আগামী অর্থ বছরের ৬৬ কোটি ৮৮ লক্ষ ৩০ হাজার ৩শ ৯০ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৬শ ৪৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লক্ষ ৩৫ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব তহবিলের আয় ২ কোটি ৪৮ লক্ষ ৬৭ হাজার ১শ ৭০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১১ লক্ষ টাকা। এছাড়া সরকারী মঞ্জুরী, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নতি করণ প্রকল্প (আইইউআইডিপি), মাঝারী শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প (এসটিডব্লিউএসএসপি), বাংলাদেশ মিউনিসিপাল ডেভলপমেন্ট ফান্ড প্রকল্প (বিএমডিএফ), জলবায়ু পরিবর্তনজনিত ট্রাষ্ট ফান্ড (সিসিটিএফ) এবং তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করণ প্রকল্প (্ইউজিআইআইপি-৩) থেকে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার ৫শ ৭৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার ৫শ ৭৭ টাকা।
বাজেট ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিক ও সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলর কাজী মতিউর রহমান ও নূরজাহান বেগম, নির্বাহী প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম বাপ্পী প্রমূখ।