ভালুকায় ডাকাতি : ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাসহ আহত ৩
ময়মনসিংহের ভালুকায় রাস্তা ব্যারিকেট দিয়ে মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি সংঘবদ্ধ ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইলসেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের অস্ত্রাঘাতে এক আওয়ামী লীগ নেতাসহ তিনজন গুরুতর আহত হন। মঙ্গলবার মধ্যরাতে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী ব্রীজের উপর এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক চৌধুরী, সহসভাপতি আব্দুল জলিল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ঔষধ ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঢাকা থেকে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী ব্রীজের উপর একটি টেম্পু দিয়ে পথরোধ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। পরে মাইক্রোবাস যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা, ৪ টি মোবাইলসেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে মাইক্রোবাসে থাকা শামছুল হক চৌধুরী, আব্দুল জলিল ও আবুল কালাম আজাদ ডাকাতদের ছুরকাঘাতে গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ডাকাতদের হাতে আহতরা জানান, তারা ডাকাতদের কবল থেকে চলে আসার পর অপর একটি গাড়িতেও ডাকাতি সংঘঠিত হয়েছে। উল্লেখ্য, ওই সড়কের মেদুয়ারী ব্রীজ, বান্দিয়া নাফকো ফার্মাসিউটিক্যালসের সামনে ও বগাজান নিঝুরী খালের ব্রীজের উপর রাস্তায় ব্যারকেট দিয়ে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে বলে স্থানীয় এলাকাবাসির অভিযোগ।