ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে মোহাম্মদ আশরাফুলকে সব ধরণের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আশরাফুলের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে এ সংক্রান্ত গঠিত বিশেষ ট্রাইব্যুনাল তাকে এ শাস্তি দেন।
এছাড়া ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব জিসান চৌধুরীকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই লু ভিনসেন্টকে তিন বছরের জন্য এবং লোকুয়ারাচ্চিকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
তবে আগামী ২১ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাজাপ্রাপ্তরা।
এর আগে আজ বুধবার সকাল ১০টায় ট্রাইবুন্যালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে শুনানিতে অংশ নেন অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল। গত ৮ জুন পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর আজ বিকেলে সাবেক বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দোষীদের শাস্তি ঘোষণা করতে যাচ্ছেন। এর আগে ফিক্সিংয়ের সংক্ষিপ্ত রায় ঘোষিত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক, স্পিনার মোশাররফ হোসেন রুবেল, পেসার মাহবুবুল আলম রবিন, ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও ম্যানেজার গৌরব রাওয়াত।
এ ছাড়া দোষী সাব্যস্ত হন শিহাব চৌধুরী এবং দোষ স্বীকার করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশারাফুল, শ্রীলংকার স্পিনার কৌশল্য লুকুয়ারাচ্চি ও নিউজিল্যান্ডের ওপেনার লু ভিনসেন্ট।