না বুঝেই পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী
দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয়। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান ও প্রযুক্তি, কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক অর্থ উপার্জন করতে পারবে। এজন্য আমরা সবাইকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি।