ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রীসহ আহত ১৫
ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় বজ্রপাতে ৪ জন স্কুলছাত্রীসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কোটচাঁদপুর উপজেলার বলুহর হাই স্কুলের ছাত্রী রাজাপুর গ্রামের সুমি খাতুন, শিউলী খাতুন, রামচন্দ্রপুর গ্রামের মিতা খাতুন, মুন্নি খাতুন, হরিনদিয়া গ্রামের গৃহবধূ সবুরা খাতুন, চাকলা গ্রামের নাজমা খাতুন, মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের আশরাফুল, একই উপজেলার পুরন্দরপুর গ্রামের আবির হাসান, সুলতানা খাতুন, আলামপুর গ্রামের রাপালী খাতুন ও শান্তনা খাতুনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি চারজনের নাম পরিচয় পাওয়া যায় নি।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিদ্দিক হোসেন জানান, স্কুল চলাকালে বজ্রপাত হলে কোটচাঁদপুর উপজেলার বলুহর হাই স্কুলের ছাত্রী রাজাপুর গ্রামের সুমি খাতুন, শিউলী খাতুন, রামচন্দ্রপুর গ্রামের মিতা খাতুন, মুন্নি খাতুন আহত হয়। আহতদের মধ্যে গ্রামের রাপালী খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে ডা. সিদ্দিক হোসেন জানান।
– See more at: http://www.priyo.com/2014/06/18/77276.html#sthash.4Sobu1F8.dpuf