ছিনতাইয়ের অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

bisho_sm_560429483ছিনতাইয়ের অভিযোগে মো. কামাল(২৪) নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. কামাল ফেনী জেলার পরশুরাম উপজেলার আবুল কাশেমের ছেলে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দিকে আসার সময় পথে এক ছাত্রীর মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেয় কামাল। পরে রাত নয়টার দিকে বাড়িতে কথা বলার নামে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিনের কাছ থেকে মোবাইল চেয়ে নেয় কামাল। কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পর মোবাইল নিয়ে দৌড় দেয়।

মো. ইয়াছিন বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম। এসময় কামাল তার এক সহযোগিসহ আমাদের কাছে আসে। বাড়িতে কথা বলার জন্য আমাদের কাছে মোবাইল চায়। আমরা ভেবেছিলাম গরীব মানুষ হয়তো মোবাইল নেই। তাই তাকে কথা বলতে ‌আমার মোবাইলটি দেই। কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পর দু’জনই মোবাইল নিয়ে দৌড় দেয়। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের পিছু নিই। এসময় দু’জনই পাহাড়ে উঠে যায়। বন্ধুরা মিলে তাদের একজনকে ধরতে সক্ষম হই। আরেকজন পালিয়ে যায়। তবে মোবাইলটি পাইনি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক মঈন উদ্দিন বলেন, সকালেও এক ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করেছে কামাল। রাতে এক ছাত্রের কাছ থেকে মোবাইল নিয়ে পালানো সময় ধরা পড়ে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend