জামালপুরে মাদকদ্রব্য ধ্বংস
আজ বুধবার সকালে জামালপুর ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে। ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জামালপুর ক্যাম্পে সকালে ৬৪ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের ৪ হাজার ১৯৯ বোতল ভারতীয় মদ, ৬৯ বোতল ফেন্সিডিল, ২২ কেজি ২০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এ সময় ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ তারিক কবীর, উপ-অধিনায়ক মেজর মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর উপ-অঞ্চলের সহকারী পরিচালক মো. মকবুল হোসেন সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোহাম্মদ নুরুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর সার্কেলের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবীর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম উপস্থিত ছিলেন।