রক্ষণভাগ নিয়ে চিন্তিত উরুগুয়ে
বৃহস্পতিবার উরুগুয়ে ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাঁ হাটুতে ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের পরের ম্যাচে খেলা হচ্ছে না দিয়েগো লুগানোর। বাঁ হাটুতে ব্যথা অনুভব হওয়াটা সাম্প্রতিক প্রবল হয়ে উঠেছে। এর কারণে তার খেলায় প্রভাব পড়ছে। এমআরআই স্ক্যান শেষে তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। আবার কোস্টা রিকার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না রাইট ব্যাক ম্যাক্সি পেরেইরা। তাই রক্ষণ নিয়ে ভাবতেই হচ্ছে কোচ অস্কার তাবারেসকে।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে উরুগুয়ের মতো স্বস্তিতে নেই ইংল্যান্ডও।