নকলায় উপজেলা নির্বাচনে জমজমাট প্রচারণা
আব্দুল মোত্তালেব সেলিম, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা নির্বাচনী প্রার্থীদের জমজমাট প্রচারনা শুরু হয়েছে। চলছে ক্যাম্পিং পদ্ধতিতে বৈঠক, উঠান বৈঠক, দেয়ালে বা প্রাচীনে পোষ্টাল লাগানো, সুতলীতে পোষ্টালর লাগানো, অটোরিক্সা বা সিএনজিতে মাইক ব্যবহার করে দিনভর রাত পর্যন্ত বিভিন্ন জারিগান, সারিগান ও নাটকীয় ভঙ্গীতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে প্রার্থীদের প্রতিনিধিরা। এভাবেই নির্বাচনী প্রচারণা চলছে।“ তবে বিকেলে বা রাতে পৌর শহরে মাইকের শব্দে পৌরবাসী অতিষ্ঠ হয়ে যায়” একথা জানায় পৌরবাসীরা। ব্যবসায়ীরাও ক্ষুব্দ কেননা, বিকেলে তাদের কেনা বেচা ব্যাপক ক্ষতি হয়। ২৬ জুন তারিখে অনুষ্ঠিত হবে এই এলাকার নির্বাচন। জানা গেছে ১০ জুন তারিখে এই উপজেলায় ১৫ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক প্রাপ্ত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত ৪ জন এবং বিএনপি থেকে ৩ জন তন্মেধ্যে ১ জন উপজেলা বিএনপি’র সদস্য বিদ্রোহী প্রার্থী অপর জন ব্যারিষ্টার গ্রুপ তবুও নির্বাচন থেকে সরে গেছেন বলে জানা গেছে। পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ৩ জন প্রার্থী তন্মেধ্যে ২ জন আ’লীগ সমর্থিত ১ জন বিএনপি সমর্থিত। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৫ জন প্রার্থীর মধ্যে ১ জন বিএনপির বাকীরা আ’লীগ সমর্থিত বলে জানা গেছে। গত ৫ জানুয়ারী তারিখে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর প্রচারনা জমজমাট না থাকার দরুন ভোটাদের মনে সতঃস্ফুর্ততা ছিল না। ভোটাদের মনেও বর্তমান উপজেলা নির্বাচনের সুষ্ঠতা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। কিন্তু বর্তমানে ভোটাররা নিজ নিজ পছন্দের প্রার্থীদের পক্ষে মিটিং, মিছিল ও শু-ডাউনে সহজেই অংশগ্রহণ করতে পারছে। বিধায়, নির্বাচনী প্রচারণা ব্যাপক ভাবে জমে উঠছে। এই উপজেলার সর্বত্রই যেন নির্বাচনী আমেজ বিরাজ করছে।