টাঙ্গাইলের ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার
শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সেমকো সিএনজি ষ্টেশনের সামনে থেকে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও আটক করা হয়। সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে চেকপোষ্ট স্থাপন করা হয়। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পিছু নিলে মহাসড়কের সেমকো সিএনজি ষ্টেশনের সামনে প্রাইভেটকারটি রেখে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়।
পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও এলেঙ্গা হাইওয়ে পুলিশ, গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও প্রাইভেটকারটি আটক করে।