নতুন সূর্যের উদয় চিলির ফুটবলে
ইতিহাসের শুরু, ১৯৬২ সালে বিশ্বকাপে তৃতীয় হয়েছিল চিলি। তারপর থেকে ২০১০ বিশ্বকাপসহ দু’বার দ্বিতীয় পর্বে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বেশিরভাগ বাছাইপর্ব পার হয়েই আসা হয়নি। তবে এবার ‘ডার্ক হর্স’ নামে রয়েছে চিলি। চিলি এখনও নিজেদের সেরা ফলাফলকে স্পর্শ করতে পারেনি, পারবেই এমন নিশ্চয়তাও নেই। তবে স্পেনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের নতুন সূর্যোদয়ের একটা ইঙ্গিত অন্তত দিয়ে রাখলো জর্জ সামপাওলির দল। স্পেনকে হারিয়ে চিলির দর্শকরা সারারাত ধরেই করলেন বিশ্বজয়ের আনন্দ। চিলি থেকে গাড়িতে করে এসেছেন হাজার হাজার দর্শক। লাল জার্সি গায়ে সবাই নাচ গান উৎসবে মেতেছে।
৯০ ইতালি বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল খেলেছে চিলি। ফুটবলে চিলির আছে নানা রেকর্ড। আছে আর্জেন্টিনাকে হারানোর অভিজ্ঞতা। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আয়োজনের অন্যতম উদ্যোক্তা চিলি।
তবে এবার ৬৪ বছরের অপেক্ষার পালাও শেষ হয়েছে চিলির। চিলির ইতিহাসে তাই নতুন এ সূর্য উদয় চিলিবাসীর কাছে সুস্বাগতম।