ছড়া

সেকি মহাকাণ্ড!

আখতার হুসেন

চলছে তো ব্রাজিলেই ভয়ানক যুদ্ধ
কাঁপছে তো তাতে করে পৃথিবীটা সুদ্ধ৷
লড়াইটা পায়ে পায়ে, নেই কোনো অস্ত্র
সেনাদের গায়ে পরা রংচঙে বস্ত্র৷
সেই বস্ত্রের নাম কিছু নয় জার্সি
সারা দিন তা-ই নিয়ে হাতি-ঘোড়া মারছি৷
আমরাও কেউ কেউ সে পোশাক পরছি
দলে দলে ভাগ হয়ে বাজি কত ধরছি৷
চোখের সামনে ঘটে মজাদার, বিশ্রী—
কত সব ঘটনা যে, কারা খায় মিছরি৷
সামান্য বল নিয়ে সেকি মহাকাণ্ড
নিঃশেষ করে তারা শক্তির ভাণ্ড৷
শুধু গোল দেওয়া ছাড়া নেই কোনো লক্ষ্য
সেকি দৌড় বল নিয়ে, কাঁপে জোর বক্ষ৷
যেই দল গোল দেয় তাকে নিয়ে নাচছি
হেরে যাওয়া পক্ষের হাড়গোড় খাচ্ছি৷
রাগে-ক্ষোভে কেউ কেউ টিভি ভেঙে ফেলছি
হারু-পক্ষের মাথা খুব করে বেলছি৷
যত যা-ই হোক তবু নাচছি তো সাম্বা
গরুরাও খুশিতেই ডাক দেয় হাম্বা৷
তার মানে সকলেই এ-খেলার অংশী
বাজে কত ঢাকঢোল, বাজে কত বংশী৷

.বিশ্বকাপ কে জিতবে?
শাওন আসগর
দিন যায় রাত যায় মনে বাড়ে চাপ
খেলা শেষে কোন দল পাবে ওই কাপ।
চারদিকে কোলাহল কোটি কোটি ভক্ত
ব্রাজিলের সাম্বায় টগবগে রক্ত।
আশা নিয়ে বসে থাকি ঘুম নেই চোখে
কেউ নেই বাধা দেয় কে আবার রুখে?
ইতালি ব্রাজিলে কেউ আমি থাকি ভিন্ন
অবাক উল্লাসে দেখি ‘মেসি জাদু’ চিহ্ন।
বল নিয়ে ছুটে চলা কেউ কারও নয়
যুদ্ধ যুদ্ধ খেলা হবে কার জয়?
বিজয়ের হাসি শেষে কাপটা যে চাই
দম 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend