ফরমালিনযুক্ত আম খেয়ে কমলনগরে ৩ শিশু অসুস্থ
লক্ষ্মীপুরের কমলনগরে ফরমালিনযুক্ত আম খেয়ে একই পরিবারের তিন শিশু অসুস্থ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের নূরী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলো- নূরীপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে শুভ (৪), আকাশ (৯) ও মেয়ে সুরমা আক্তার (১৩)। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ সন্তানদের বাবা নুরুজ্জামান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে হাজিরহাট বাজার থেকে আম কিনে বাড়ি নেন তিনি। ওই আম খেয়ে তার ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পড়েছে।
শিশুদের মা মারজাহান বেগম বাংলানিউজকে বলেন, রাতে আম খাওয়ার পর আকাশ দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এছাড়াও শুভ ও সুরমা ডায়রিয়া আক্রান্ত হয়।
শিশুদের মা-বাবা ওই ফরমালিনযুক্ত আম না খাওয়ায় তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।