সঙ্কট মেটাতে জাতিসংঘ মহাসচিবের সংলাপের তাগিদ
বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কট মেটাতে, বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে সংলাপের মাধ্যমেই সব সমস্যা সমাধানের আহ্বান জানান বানকি মুন।
বানকি মুন বলেন, গণতন্ত্রে নির্বাচন বয়কটকে জাতিসংঘ সমর্থন করে না, সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধান সম্ভব। বৈঠকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘ মহাসচিবকে বলেন, নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা বিরাজ করছে। দেশের মানুষ সংঘাত চায়না।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে শীর্ষস্থানীয় পদে এবং জাতিসংঘের বেসামরিক প্রশাসনে বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে রাষ্ট্রপতির জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তায় সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন।
আলোচনার সময় জাতিসংঘের মহাসচিবের সাথে ছিলেন আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হকসহ সিনিয়র কর্মকর্তারা। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ছিলেন সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রেস সচিব এহসানুল করিম।