সরকারি কাজ করার জন্য সোনালী ব্যাংকই যথেষ্ট: পরিকল্পনামন্ত্রী

mostofa kamalপরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল বলেছেন, সরকারি কাজ করার জন্য সোনালী ব্যাংকই যথেষ্ট। তাই দেশে এত পাবলিক ব্যাংক থাকার প্রয়োজন নেই। শনিবার দপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইকোনোমিস্টস ফোরাম (বিইএফ) আয়োজিত ম্যাক্রো এন্ড ফাইনান্সিয়াল পলিসি শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক অবস্থায় রয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের আস্থার অভাবে এর প্রভাব পুঁজিবাজারে পড়ছে না। বিনিয়োগকারীদের পুঁজিবাজারের প্রতি আস্থা আনতে হবে। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো দায়িত্ব। এ ঋণ উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়। দেশিয় ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদী ঋণ দিতে পারলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ এবং উন্নত হতো। আলোচনায় আরো মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, জাতিসংঘের সিনিয়র পরামর্শক হামিদ রশীদ ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাছান জামান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend