ঝিনাইগাতী গারো পাহাড়ে জুয়ার আসর; আইন শৃংখলা পরিস্থিতির অবনতি

downloadমোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবাধে জুয়া খেলা চলছে। ফলে আইন চুরি, ছিনতাই বৃদ্ধি পাবার পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনয়নের পানবর গ্রামের মুজিবুর রহমানের পুত্র কুখ্যাত জুয়াড়ী শহিদ মিয়ার নেতৃত্বে ওই জুয়ার আসরটি পরিচালিত হয়ে আসছে। এ জুয়ার আসরে প্রতিদিন শেরপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে পেশাদার জুয়ারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতশত লোক অংশ নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায়, এখানে জুয়া খেলার পাশাপাশি চলে মদ, গাজা, হেরোইনসহ নারী দেহের ব্যবসা। এ জুয়ার আসরটির সামান্য পূর্ব পাশে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প এবং পূর্ব পাশে নকসী বিজিবি সীমান্ত ফাঁড়ি। উল্লেখ্য, এ জুয়ার আসরে বসে সর্বস্ব খুইয়ে অনেকেই বেছে নিচ্ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডের পথ। ফলে কাংশা ইউনিয়নে গরুচুরি ও ছিনতাই বৃদ্ধি পাবার পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়ার আসরটি বন্ধের ব্যাপারে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। কিন্তু জুয়ার আসরটি বন্ধের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend