শেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ প্রতিবাদে সড়ক অবরোধ
শেরপুর জেলা সদরের কানাশাখলা এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিক্সা যাত্রী নিহত ও ৪জন আহত হয়েছে। নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ী জেলার নকলা উপজেলায় বলে ধারণা করা হচ্ছে।আহতরা হলো সদর উপজেলার চরমোচারিয়া গ্রামের বাবুল মাস্টারের মেয়ে বর্ষা (১৩), নকলা জালালপুর গ্রামের বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইশা (১৪) ও সিএনজি চালক নকলা উপজেলায় গনপদ্দী গ্রামের বাসিন্দা আঃ বাকির ছেলে আরিফুজ্জামান (৩০)আহতদের শেরপুর জিনোম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সড়কে গাছ ও ইট ফেলে সড়ক অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা শেরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের সাথে নকলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।