শ্রীবরদীতে সাংবাদিকের ক্যামেরাসহ মোটর সাইকেল ছিনতাই
তারেক মুঃ আব্দুল্লাহ রানাঃ শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকের ৩টি ক্যামেরা, ৫টি মোবাইল সেট ও নগদ অর্থসহ একটি প্লাটিনা মোটর সাইকেল ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গতকাল রবিবার মধ্যরাতে শেরপুর হতে শ্রীবরদী আসার পথে গলাকাটা ব্রীজের পার্শ্বে ওই ঘটনাটি ঘটে। একদল ছিনতাইকারী পথ রোধ করে তাদের কাছ থেকে সাংবাদিকদের ওইসব সরঞ্জামাদিসহ মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান থেকে শ্রীবরদী – শেরপুর বাইপাস সড়কের লংগড়পাড়া গলাকাটা ব্রীজের পার্শ্বে এলে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীত্তি দেখিয়ে তাদের হাত পা বেঁধে মোটরসাইকেল ও সাথে থাকা ৩ টি ডিজিটাল ক্যামেরা, ৫ টি মোবাইল সেট, নগদ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিকরা হলো এনামূল কবির, আব্দুল বাতেন ও একেএম ফারুক আহমেদ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।