শেরপুর পৌরসভার পরিত্যক্ত বাজার ভবনের ছাদ ধ্বসে ২ ব্যবসায়ী আহত
শেরপুর পৌরসভার নয়আনী বাজারস্থ পরিত্যক্ত তিন তলা পৌর বাজার ভবনের ছাদ ধ্বসে দুই মাংস ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। ২৩ জুন সোমবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে আব্দুল মালেক (৪৫) ও হাবিব (৩৫)। এদের মধ্যে গুরুতর অবস্থায় হাবিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, গত বছর সাভারের রানা প্লাজা ধ্বসের পর শেরপুর পৌরসভার বিভিন্ন পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সিলগালা করা হয়। এর মধ্যে অধিক ঝুকিপূর্ণ হিসেবে শহরের নয়আনী বাজারস্থ তিনতলা বাজার ভবনটি চিহ্নিত করে সিলগালা করে দেয়া হয়। কিন্তু ওই ভবনের তৃতীয় তলায় মসজিদ এবং দ্বিতীয় তলায় প্রায় ৩০ টি দোকান বন্ধ করে সিলগালা করে দেওয়া হলেও নিচের তলায় মাছ-মাংসের প্রায় ৫০ টি দোকানের ব্যবসায়ী বিকল্প জায়গার ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়ে তারা ব্যবসা করে আসছিলেন। তবে পৌরসভা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ওই ভবনে ব্যবসা-বাণিজ্য না করার জন্য এবং দোকান-পাট সরিয়ে নেয়ার জন্য নানা রকমের প্রচারনা করার পরও তারা ওই স্থান থেকে সরে যায়নি। ব্যবসায়ীরা জানায়, পৌরসভা বিকল্প জায়গার ব্যবস্থা না করায় আমরা ঝুকি নিয়ে ব্যবসা করতে বাধ্য হচ্ছি। অপরদিকে এ ব্যাপারে পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মোখলেছুর রহমান জানান, ভবন পরিত্যক্ত ঘোষনা করে প্রয়োজনীয় সকল প্রচারণা এবং ব্যবস্থা গ্রহন করা হলেও ব্যবসায়ীরা ওইসব আইন না মেনে ব্যবসা করে আসছে। এছাড়া ভবনটি খুব তাড়াতাড়ি ভাঙ্গার কাজ শুরু করা হবে।