যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সারাদেশে ৫৭৭টি মামলা দায়ের করা হয়েছে: আইনমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সারাদেশে এ যাবত ৫৭৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। মন্ত্রী এসময় বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে ১১২টি, চট্টগ্রাম বিভাগে ৮৪টি, রাজশাহী বিভাগে ৬৬টি, খুলনা বিভাগে ১৮৪টি, সিলেট বিভাগে ৫০টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ৩০টি। আনিসুল হক বলেন, তদন্ত সংস্থা তদন্ত শেষে প্রসিকিউশন দ্বারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়ে ট্রাইব্যুনালদ্বয় এ যাবত রায় প্রদানের মাধ্যমে ৯টি ও একজন আসামীর মৃত্যুর কারণে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সমাপ্তি ঘোষণার মাধ্যমে ১টি অর্থাৎ মোট ১০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে উভয় ট্রাইব্যুনালে মোট ১০টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৪টি মামলা রায়ের জন্য অপেক্ষাধীন রয়েছে।