গাজিপুরে প্রতারক চক্রের নারীসহ আটক ৩
গাজীপুরে প্রবাসীর বাড়িতে প্রতারণার সময় ‘বাংলাভিশন টিভি’র স্টিকার লাগানো একটি মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো চ-১১-৫৬১৬) চালকসহ ২ নারী প্রতারককে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর ভাদুন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শারমিন আক্তার তানু (৩৫), দুলালি (২২) ও চালক রিপন। বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি মীর ফারুক বলেন, আটকরা প্রতারক। তারা বাংলাভিশনের কেউ নন। পুবাইল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, সোমবার দুপুর ২টায় একটি মাইক্রোবাস নিয়ে ওই দুই নারী প্রতারক ভাদুন গ্রামের প্রবাসী আফজাল সরকারের বাড়িতে প্রবেশ করে। গৃহকর্ত্রীকে বলেন, শারমিন আক্তার তানু ওই গৃহকর্ত্রীর স্বামীর সঙ্গে সৌদিতে থাকেন।
তিনি জানান, তার কাছে বেশকিছু সৌদি রিয়াল আছে। কিন্তু, এগুলো ভাঙাতে পারছেন না। সে কারণে কিছু নগদ টাকার দরকার। এ সময় তিনি ২৫ হাজার টাকা চান। আর রিয়াল ভাঙানোর ব্যবস্থা করতে বলেন।