নকলা উপজেলা নির্বাচনে হাওয়ায় টাকা উড়ছে
নকলা (শেরপুর) প্রতিনিধিঃ জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থক নেতা-কর্মী কারো চোখে ঘুম নেই। দিন-রাত অবধি প্রার্থীদের বাসাবাড়ী নির্বাচনি ক্যাম্পে ভীড় লেগেই আছে । সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে নির্বাচনের শেষ মুহুর্তে ভোট কেনার ধুম লেগেছে। অভিযোগে জানা গেছে কোন কোন এলাকার সমিতি, সংগঠন বা কয়েকজন একত্রিত হয়ে প্রভাবশালী প্রার্থীদের সাথে যোগাযোগ করলেই পাশের আশায় প্রার্থীরা ঢালছেন টাকা। টাকার সাথে কার্টনকে কার্টন বিড়ি সিগারেটসহ নানা উপঢৌকন বিতরন হচ্ছে। ভোটারদের শেষ মুহুর্তে আকৃষ্ট করতে চায়ের সাথে বিস্কুট মুড়ি চলছে সারাক্ষন। নির্বাচনে ব্যাপক কোমর বেঁধে লেগেছে প্রার্থীদের বউ ঝিরা পর্যন্ত। সাধারন মানুষের আশংকা নির্বাচনের আগের দিন রাতে ব্যাপক ভোট কেনার বাণিজ্যে নামবেন প্রার্থীরা। সাধারন ভোটরা বলেছেন নির্বাচনকে ঘিরে নকলার হাওয়ায় উঠছে টাকা। বিশ্বস্তসূত্রে জানা গেছে দুদিন যাবত প্রভাবশালী প্রার্থীরা ভোট কেনা বেচার প্রতিযোগীতায় নেমেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মো. হায়দার আলী জানিয়েছেন, অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।