ঝিনাইগাতীতে পানিবন্দী ২ শতাধিক পরিবার

Pa.Boandi-220x168ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে ২শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী দশা থেকে রক্ষা থেকে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল হয়নি বলে দাবী ভূক্তভোগীদের। গ্রামবাসীরা জানায়, ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ও আশপাশের এলাকার পয়ঃনিষ্কাশনের ড্রেন গুলো স্থানীয় স্বার্থন্বেশী মহল বন্ধ করে দিয়েছে। ফলে বাজারের সমস্ত পয়ঃনিষ্কাশন গ্রামের মধ্যে প্রবেশ করে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ক’দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ২শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী গ্রামবাসীদের দূর্ভোগ এখন চরমে পৌছেছে। এলাকাবাসী জানায়, পানিবন্দী দশার হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেও কোন কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার সাথে কথা হলে তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চালুর বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend