রায় স্থগিতে সরকারের কোনো ভূমিকা নেই: হাছান মাহমুদ

hasan mahmud_0মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় স্থগিতে সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। হাছান মাহমুদ বলেন, রায় স্থগিতে সরকারের কোনো দুর্বলতা নেই। এমনকি আন্তরিকতারও কোনো ধরনের ঘাটতি ছিল না। আসামি অসুস্থ হয়ে যাওয়ায় আদালত রায় স্থগিত করেছে। কারণ রায় ঘোষণার সময় আসামি উপস্থিত থাকার বাধ্যবাধকতা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে, সুস্থ হলে যেকোনো সময় রায় ঘোষণা করা হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের পক্ষ থেকে রায় বিলম্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটাকে বিবেচনায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা রক্ষা করেছি। দুই একজনের বিচার করা হয়েছে। বাকিদেরও হবে। যথাসম্ভব দ্রুত রায় ঘোষণা করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend