শ্রীবরদী কামিল মাদরাসা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

imagesরোম্মান আরা পারভীন রুমীঃ অব্যাহতভাবে মাদরাসা অভ্যন্তর থেকে শিক্ষার্থীদের সাইকেল চুরি সহ কর্তৃপক্ষের উদাসিনতা ও অব্যবস্থানার প্রতিবাদে বুধবার শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা অর্ধ বার্ষিকী পরীক্ষা বর্জন করেছে। এ সময় শিক্ষার্থীরা মাদরাসা কম্পাউন্ডে বিক্ষোভও প্রদর্শন করে।শিক্ষার্থীরা জানায়, প্রতিনিয়তই মাদরাসার অভ্যন্তর থেকে শিক্ষার্থীদের সাইকেল চুরি যাচ্ছে। এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করে না। মঙ্গলবারও মাদরাসা থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়। এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে বিষটি বারবার জানালেও মাদরাসা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া এই মাদরাসায় ছাত্র ছাত্রীর অনুপাত প্রায় সমান। কিন্তু মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা কোন শৌচাগার নেই। শিক্ষার্থীদের নির্ভর করতে হয় মাদরাসার বাইরের মানুষের বসতবাড়ির টয়লেটের উপর। এ নিয়ে বুধবার শিক্ষার্থীরা মাদরাসা কর্তৃপক্ষকে তাদের অভিযোগ জানালেও মাদরাসা কর্তৃপক্ষ বিষয়গুলো পাশ কাটিয়ে গেলে শিক্ষার্থীরা ওই দিন অনুষ্ঠিত অর্ধ বার্ষিকী পরীক্ষা বর্জন করে।এ ব্যাপারে মাদরাসা অধ্যক্ষের সিটিসেল মোবাইল ফোনে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend