লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রী অপহৃত
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সোনালী ব্রিকস এলাকা থেকে ফাহমিদা আক্তার ঝর্ণা (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে এক বখাটে। বুধবার বিকেলে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ফাহমিদা চরশাহী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও ওই ইউনিয়নের ধন্যপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ধন্যপুর গ্রামের আবদুর রহিমের ছেলে মো. সবুজ ঝর্ণাকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বুধবার ক্লাস শেষে বাড়ি ফিরছিল সে। এ সময় সবুজ তার সহযোগী রনি ও রিয়াদকে সঙ্গে নিয়ে অস্ত্রের মুখে ঝর্ণাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
অপহৃত ছাত্রীর বাবা আবদুল গফুর বলেন, তার মেয়ের অপহরণকারী সবুজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাকিব হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।