সরকার নিজ স্বার্থে আদালতকে ব্যবহার করছে: খালেদা

image_136799বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষ আদালতের কাছেও কোনো ন্যায়বিচার পাচ্ছে না। সরকার নিজের স্বার্থে আদালতকে ব্যবহার করছে। ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে খালেদা জিয়া এ কথা বলেন। বাণীতে খালেদা জিয়া বলেন, ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। খালেদা জিয়া বলেন, সংঘাত ও বিরোধের কারণে দেশে দেশে সাধারণ মানুষ নিষ্ঠুর স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট হচ্ছে। বাংলাদেশেও এখন চলছে ভয়াবহ দুঃশাসন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। আর মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend