নকলা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে
আজ ২৬ জুন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের সপ্তম দফার শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচন । সকাল ৮টা থেকে উপজেলার ৯ ইউনিয়নের ৬৩ টি ভোট কেন্দ্রর ভোট গ্রহন চলছে । ভোটাররা র্নিবিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই জন্য ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এর আগে গতকাল বুধবার সকাল থেকেই উপজেলার কার্যালয়ে উপজেলা রিটানিং অফিসারের কাছ থেকে সকল প্রিজাইডং কর্মকর্তা উপস্থিত হয়ে স্ব স্ব ভোট কেন্দ্রের ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বুঝে নেন। এদিকে উপজেলার সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোটারদের মাঝে বইছে উৎসবের আমেজ। নকলা উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ৬৬ হাজার ৫ জন এবং পুরুষ ভোটার ৬৫ হাজার ৩৪২জন। এখানে কেন্দ্রর সংখ্যা ৬৩ টি। এ নির্বাচন সুষ্ট ও অবাধ করতে ৫০০ পুলিশ, ৯০ জন বিজিবি সদস্য, ৭১ জন সেনা সদস্য, ৫৯ জন্য র্যাব সদস্য ও ৭৭৬ জন আনসার সদস্য এবং ১০ ম্যাজিস্টেট সমন্বয়ে মোবাইল কোর্ট সচল রয়েছে।