হুংকার ছাড়লেন শামীম ওসমান!

shamim-osamanআওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান হুমকি দিলেন। না, সরাসরি নয়। আওয়ামী লীগের এই সাংসদ মুঠোফোনে মো. বশির উদ্দিন নামের একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি-ট্রাফিক) দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এএসপি মো. বশির উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জালভোট দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। আবদুস সালাম বিষয়টি শামীম ওসমানকে জানান। এতে শামীম ওসমান বশির উদ্দিনকে ছয় বার ফোন করেন।

বশির উদ্দিন অভিযোগ করেন যে, ফোনে শামীম ওসমান বলেন, সালাম চেয়ারম্যান কেন্দ্রে ঢুকবে, যা ইচ্ছে তা-ই করবে। তাকে কোনো রকম বাধা দেওয়া যাবে না।

উত্তরে বশির উদ্দিনের বলেন, আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে চাকরি করছি ।আমার পক্ষে কোনো অনৈতিক কাজ করা সম্ভব নয়।

এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন বশির উদ্দিন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend