‘ক্ষমতার লোভে ৬০-৭০ বছরের দাম্পত্য জীবন ছেড়ে চলে এসেছেন রওশন এরশাদ’

JatiyaParty_0২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন চলাকালে ঝলসে উঠেছিলেন সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উপস্থিত না থেকে বিদেশ সফরে যাওয়ার কড়া সমালোচনা করেন তিনি। এছাড়া সমালোচনা করেছেন খালেদা জিয়ার এবং সাথে রওশন এরশাদের। বাজেট অধিবেশন চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উপস্থিত না থেকে এখন বিদেশ সফরে ব্যস্ত। এর কড়া সমালোচনা করেছেন সরকারদলীয় জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি হ্যামলেট করবেন আর প্রিন্স অব ডেনমার্ক থাকবে না, তা তো হয় না। মনে রাখবেন, এই সংসদ যদি বাজেট পাস না করে, আপনি এক টাকাও খরচ করতে পারবেন না।’ তিনি আরও বলেন, ‘বাজেট আলোচনা করব অর্থমন্ত্রীর জন্য। দেখলাম, তিনি নেই। যিনি প্রধান নায়ক, তিনি থাকবেন না, এটা কখনো হয়? খবর নিয়ে জানলাম, তিনি জেদ্দায় গেছেন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকে। উনি কেন গেলেন? বাজেট দিয়ে কোনো অর্থমন্ত্রী এভাবে বিদেশ যেতে পারেন? আমার জানা নাই।’ সাথে তিনি আরও বলেন, ‘একজন প্রতিমন্ত্রী নাকি বানাইছেন, সেইডাও নাই, প্ল্যানিং মিনিস্টারও নাই।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত সেন বলেন, ‘আপনি পলিটিকস করবেন এক্সক্লুসিভ, আর ডায়ালগ করবেন ইনক্লুসিভ, তা হয় না। ইনক্লুসিভ পথে আসেন। তিনি বলেন, উনার কথা শুধু “তত্ত্বাবধায়ক চাই”।

উনার সঙ্গে যোগ দিয়েছেন আরেক পণ্ডিত ড. কামাল হোসেন। ইট ইজ এ মেটার অব ফাস্ট।’

সুরঞ্জিত সেন আরও বলেন, ‘উনি (খালেদা) আসেন নাই, সিট কি খালি আছে? আপনার ভুলের মাশুল আপনাকেই দিতে হবে। বলেন, আপনি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবেন না। সংবিধান মানবেন। বলেন ভুল হয়েছে, সংসদে সিট চাই। আমাদের নেত্রী উদার আছেন। আওয়ামী লীগের সিট ছেড়ে আপনাকে নিয়ে আসবেন।’

রওশন এরশাদকে নিয়ে তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ, যেই পাওয়ারের কথা শুনছে, ৬০-৭০ বছরের দাম্পত্য জীবন ছেড়ে চলে আসছে। রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে না।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend